রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২০ জানুয়ারী ২০২৫ ২০ : ১৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার জেলায় বুথ কমিটি করার জন্য সক্রিয় সদস্যই খুঁজে পাচ্ছে না বিজেপি। সাংগঠনিক জেলার প্রতিটি বুথেই কমিটি তৈরির তোড়জোড় শুরু করেছে গেরুয়া শিবির। কিন্তু বুথে বুথে অন্তত একজন করেও সক্রিয় সদস্যের অভাব রয়েছে বলে জানা গিয়েছে। কোচবিহার জেলায় মোট ২২৯৮টি বুথ রয়েছে। অথচ বিজেপির সক্রিয় সদস্যের সংখ্যা মাত্র ১৬০০। এই অবস্থায় বাধ্য হয়ে সক্রিয় সদস্য ছাড়া সাধারণ সদস্যদের নিয়েই গেরুয়া শিবির বুথ কমিটি তৈরি করতে চাইছে বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলায় সবমিলিয়ে ১ লক্ষ ৪০ হাজার সদস্য নথিভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে সক্রিয় সদস্য মাত্র ১৬০০ জন। আবার বুথ কমিটি তৈরির পর মণ্ডল কমিটি তৈরির দিকে এগোবে বিজেপি। বিজেপির কোচবিহার সাংগঠনিক জেলায় মোট ৪৩টি মণ্ডল রয়েছে। প্রতিটি মণ্ডলে ১৬ জনের কমিটি হয়। সেখানকার পদাধিকারীদের সক্রিয় সদস্য হতে হয়। আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে টার্গেট করে এগোতে চাইছে গেরুয়া শিবির। বুথ স্তরে বিজেপিকে শক্তিশালী করে তুলতে চাইছেন দলীয় নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, প্রয়োজনে নতুন মুখদের এনে প্রচার বাড়ানোর বিষয়েও চিন্তাভাবনা করছে দল। বিজেপির বুথ কমিটি তৈরির প্রক্রিয়া শুরু হয় গত ১৮ জানুয়ারি। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। সেজন্য কয়েকদিন ধরেই কোচবিহার জেলা কার্যালয়ে নিয়মিত বৈঠক চলছে। কাকে কোন পদে রাখা হবে তা নিয়ে বুথ স্তরেও চর্চা চলছে। কিন্তু সক্রিয় সদস্য সেভাবে না থাকায় সাধারণ সদস্যদের নিয়ে কমিটি করার পথে এগোচ্ছে দল।
এদিন এবিষয়ে বিজেপির জেলা সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায় বলেন, ‘বুথ কমিটিতে সক্রিয় সদস্যদের রাখতেই হবে এরকম কোনও নিয়ম নেই। বাকিদের নিয়েই বুথ কমিটি হবে। যে বুথে অন্তত ৫০ জন সদস্য রয়েছেন সেখানে আমরা কমিটি তৈরি করব। সেই হিসেবে প্রত্যেকটি বুথেই কমিটি হবে।’
এবিষয়ে জেলা সভাপতি দাবি করলেও দলের অন্দরে কান পাতলেই শোনা যায়, প্রতিটি বুথে কমিটি তৈরি করতে গিয়ে বেশ চাপে পড়েছে দল। ২২৯৮টি বুথের মধ্যে এতদিন বিজেপির ১৮০০টি বুথে কমিটি ছিল। বিধানসভা নির্বাচনের সময় জেলায় বিজেপি শক্তিশালী থাকলেও লোকসভা নির্বাচনের পর থেকে দলের শক্তি অনেকটাই ক্ষয় হয়। সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলেছে। সেখানেও গতবারের মতো উল্লেখযোগ্য সাড়া মেলেনি।
এবিষয়ে কোচবিহার জেলার তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কটাক্ষের সুরে বলেন, ২০২৪–এর লোকসভা নির্বাচনে পরাজয়ের পর কোচবিহার জেলা জুড়ে বিজেপির ধস নেমেছে। কেউ আর বিজেপি করতে চাইছেন না। বিজেপির মিথ্যাচার, ভণ্ডামি এবং ধর্মের নামে মানুষকে বিভাজিত করার রাজনীতি করছে। মানুষ বুঝে গেছে। তাই বিজেপি বুথ কমিটির সদস্যও খুঁজে পাচ্ছে না।
নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা